![]() |
বিভিন্ন ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ BongoCyber Blog Post |
আমাদের প্রত্যেকের একটা না হওয়া প্রেম থাকে।
কারোর একতরফা, কারোর আবার দু তরফ থাকে।
এই প্রেমের কিছু স্মৃতি আমাদের মনে বার বার চলে আসে,
যখন সেই পথ গুলো আমরা অতিক্রম করি,
সেই অতীত গুলো আমাদের এক একটা শিক্ষার মত মনে হতে থাকে।
জীবনে কেউ চিরকাল থেকে যায় না।
অনেকেই চেষ্টা করে চলে।
আমরা আমাদের প্রত্যেক টা ভেঙ্গে যাওয়া সম্পর্কে
একটা করে সংসার তৈরি করেছি।
কিছু মুহূর্ত কাটিয়েছি তাতে,
আমাদের সবার এক একটা পুরনো মানুষ থাকে।
কারোর গোপনে, কারোর আবার গোপন নয়।
এই প্রতিটা পুরনো মানুষ জীবনে একসময়,
অনেকটা স্বপ্ন ভাগ করে নিয়েছিল আমাদের।
আমরা তাদের সাথে থাকাকালীন কখনও ভাবিনি
তারা, একদিন আমাদের জীবনে পুরনো হয়ে উঠবে।
অতীত হয়ে উঠবে।
আমরা জুড়ে যাওয়া দেখেছি , ভেঙ্গে যাওয়া দেখেছি।
ভালোবেসে যাওয়া দেখে, ভালোবেসে চলে যাওয়া দেখেছি।
পরিস্থিতির চাপ দেখেছি, সমাজের চোখ রাঙানি দেখেছি ,
নিজেদের ভুল বোঝা দেখেছি।
আর প্রতিটা নতুন সম্পর্ক কে
তিলে তিলে পুরনো হতে হতে একসময় নিঃশেষ হতে দেখেছি।
আমাদের প্রতিটা অতীতে সেই মানুষ ছিল ,
যার সাথে আমরা নির্ভয়ে বর্তমান চেয়েছি।
তারা এসেছে , থেকেছে , কেউ ছেড়ে গেছে।
কাউকে ছেড়ে চলে এসেছি।
জীবনে একটা মুহূর্তে আসে ,
আমাদের এইসব মানুষ গুলো কে মনে পরে।
যাদের আমরা ছেড়ে এসেছি, বা যারা আমাদের ছেড়ে গেছে।
কখনও ভেবে দেখতে ইচ্ছে হবে , যদি তারা জীবনে থাকতো।
যদি তাদের, ছেড়ে চলে না আসা যেত জীবন কেমন হত।
কষ্ট হবে, কখনও কখনও আফসোস হবে ,
আবার কখনো মনে হবে যা হয় ভালোর জন্য।
পুরনো মানুষ, আস্তে আস্তে ভুলে যাবে আমাদের, আমরাও ভুলবো।
নতুন মানুষ আসবে জীবনে , তারাও নতুন ভাবে জীবনে দাগ কাটবে।
আবার ভালোবাসা হবে , আবার মুহূর্ত হবে , আবার সংসার হবে,
পুরনো মানুষের কাছে না হওয়া গুলো পূরণ হবে।
তবে , কারোর পরিবর্তে কেউ আসে না ।
সবারই আমাদের জীবনে নিজস্ব স্থান, থাকে। যেটা শুধুই তার।
সবারই আসার আলাদা কারণ থাকে।
ভালোবাসার ধরন, আলাদা হয়ে যায়।
একটা মানুষ এক থাকে , একজন পাল্টে যায়।
জায়গা এক থাকে, মুহূর্ত পাল্টে যায়।
স্বপ্ন এক থাকে , পরিস্থিতি পাল্টে যায়।
দুঃখ একই থাকে , বহিঃপ্রকাশ পাল্টে যায়।
ভালোবাসা একই থাকে ধরন পাল্টে যায়...
মানুষ পুরনো হয়..... অস্তিত্ব একই থাকে।
0 Comments
Please Do Not Enter Any Spam Link In The Comment Box.